যদি ভাবো এতো খেলা নয়
গাল্ফের স্ট্রেইট অফ হরমুজ। ক্ষীণস্রোত জলপথ। তেলবোঝাই জাহাজগুলির নিত্য যাওয়া আসা। এই পথেই। এইখানে একটি তেলবাহী আমেরিকান ট্যাংকার ডুবে যাচ্ছে। দুটি বিস্ফোরণে। অগম হয়ে যাচ্ছে স্ট্রেইট অফ হরমুজ।
এ'সব আমরাই করতে পারি। এই আমি, আপনি, বন্ধুরা মিলে। স্রেফ খেলাচ্ছলে।ভিডিও গেমসে।
আহ্মদ রেজা নুরি ইরানের একজন কমপিউটার গেম ডিজাইনার। একটি আমেরিকান অন লাইন গেম 'কাউন্টার স্ট্রাইকের' ইরান সংস্করণ এই হরমুজ প্রণালীতে নৌকাডুবি। গোটা খেলাটা নুরিরই মস্তিষ্কপ্রসূত।
আসলে, গতবছর কুমা রিয়ালিটি গেমস বের করে থিডি ভিডিও গেমস - "ইউ এস অ্যাটাকস্ ইরান' , "অ্যাসল্টস অন ইরান।' ইরানের ওপর অ্যামেরিকার কল্পিত আক্রমণের সিমুলেশন।
মিলিটারি একসপার্টদের চিন্তাভাবনা আর কিছু ডিক্লাসিফায়েড নথিপত্রের ওপর ভিত্তি করে এই জনপ্রিয় খেলাগুলি তৈরী।
কুমা-র বেশ নাম ডাক এই ক্ষেত্রে। বেশ ক'বছর ধরে এরা রিয়াল-ওয়ার্ল্ড মিলিটারি ইভেন্টগুলি পুনর্নির্মাণ করছেন -কখনও তা "অপারেশন আনাকোন্ডা' কখনও "ব্যাটেল অফ ফালুজা' বা 'ইরান হস্টেজ রেস্ক্যু মিশন'।।।।
অ্যাদ্দিন কাউন্টার স্ট্রাইক হয় নি। এইবার হ'ল। "ইউ এস অ্যাটাকস ইরান'-এর পরে নুরি পাল্টা দিলেন।কুমা-র ওপর চরম ক্ষোভ প্রকাশ করে বললেন,'উই শো ইন দিস গেম হাউ ইজিলি উই ক্যান স্পয়েল দেয়ার পার্টি।।। ইট ইজ নট সাচ আ হার্ড জব'।
কুমা-র বক্তব্য একটু অন্যরকমের। কুমা-র সিইও বলছেন,কুমা-র মিশন নাকি ভিডিও গেমস টেকনোলজি ব্যবহার করে ব্রডকাস্ট টেলিভিশনের পুনরাবিষ্কার!।।।"উই ফলো দা নিউজ হেডলাইন্স অফ নেটওয়ার্ক্স ইন ব্রিঙ্গিং নিউজ হেডলাইন্স টু লাইফ উইথ স্পেকুলেটিভ রি-ক্রিয়েশন।।।। আওয়ার অডিয়েন্স অ্যাকচুয়ালি গেটস টু পার্টিসিপেট, একস্পিরিয়েন্সিং দা নিউজ-অ্যান্ড পারহ্যাপস নিউজ ইয়েট টু কাম-ইন ফ্রী প্লেয়েবেল সিমুলেশনস।।। '
এই খেলা, এই পাল্টা খেলা-সমালোচনা সর্বত্র, বলাই বাহুল্য।খেলাচ্ছলে নবীন প্রাণে হিংসার বীজ রোপিত হচ্ছে যা কালে কালে বিষবৃক্ষ হবে।।। এই অভিযোগ বিশেষজ্ঞদের।মজার কথা হল এই নিয়ে বিস্তর তর্কাতর্কির পর শেষ পোস্টিংটি মোটের ওপর এই "সাউন্ডস গ্রেট, বাট হাউ ক্যান আই গেট মাই কপি?'
আর বিশেষজ্ঞদের সম্পূর্ণ ভ্রান্ত প্রমাণ করছে কিছু মন্তব্য। কুমা-র সাইটে চোখে পড়ল জনৈক ইউজারের মন্তব্য, ইনি একজন সৈনিক - " This game actually makes me flash back and think about the war and the aftermath....But that's not necessarily bad. Being that I will be going back to Iraq for a 3RD tour, I'll say that it's much better fighting from my PC behind a desk then actually slinging lead at each other. '
হতে পারে সাজানো মন্তব্য। মনগড়া। মিথ্যে।
তবু।।।
যুদ্ধু যুদ্ধ উখেলা তো এই কদিনের। তার আগে? যুদ্ধ কি থেমে ছিল? স্রেফ হাওয়া হয়ে গিয়েছিল হিংসা আর ঘেন্না?
বর,ং জমানজির সেই দৃশ্যটি মনে আসে-ভন পেল্ট ফায়ার করেছেন অ্যালানের দিকে, সেরা তাকে আড়াল করে দাঁড়ায়, অ্যালানের হাতের ডাইসটি মাটিতে, গড়াচ্ছে তখনও।।। বুলেটটি এগিয়ে আসছে-সেই মুহূর্তে ডাইসটি স্তব্ধ হয়, বুলেট পিছু হটতে থাকে। ভন পেল্ট, আর যাবতীয় ভয়ঙ্কর বোর্ডের মধ্যে স্রেফ সেঁধিয়ে যায়-বোর্ড গেমটি থাকে শুধু আর কিশোর অ্যালান আর সেরা।।।
এইরকমটা হয় যদি।।।
আপাতত: "নিউজ ইয়েট টু কাম'- সিইওর এই কথাটাই যা ভাবাচ্ছে।।।
Comments
Post a Comment