কোষাধ্যক্ষ এবং এক অনাম্নী অঙ্গনা


জুন মাসের সকাল। অস্ট্রেলিয়ার রেডিও নোভা ৯৬।৯এর ব্রেকফাস্ট শো। হোস্ট দু'জন। মেরিক আর রস। কথায় কথায় বেলা গড়াচ্ছে। প্রশ্ন তুললেন মেরিক ওয়াটস-প্রস্টিটিউটরা কেন তাঁদের হাই প্রোফাইল ক্লায়েন্টদের নামধাম গোপন রাখেন।
সঙ্গে সঙ্গে একটি ফোন কল। "আমি একজন প্রস্টিটিউট। We may have defamation cases brought against us. I mean, as I'm anonymous, I can say I've seen Michael Costa... '
সঙ্গে সঙ্গে লাইন কেটে দিলেন হোস্টদ্বয়।
মাইকেল কস্টা নিউ সাউথ ওয়েলসের ট্রেজারার।

আধঘন্টার মধ্যেই মেরিক আর রস অ্যাপোলজি চাইলেন এই বলে-" Just before the 8.30 news this morning we spoke to an anonymous sex worker who made reference to Michael Costa.We wish to advise that this reference was made without any foundation and is not in any way condoned or supported by this radio station. We wish to apologise for any hurt suffered by anyone as a result of this unfounded allegation. '
সংবাদ মাধ্যম ছেঁকে ধরে রেডিও নোভার ম্যানেজার শ্রীমতী ম্যান্ডি উইক্সকে। ম্যান্ডি হোস্টদের আড়াল করে সুকৌশলী বিবৃতিতে বলেন, " The boys are well aware that that sort of stuff is completely unfounded, not helpful and not appreciated. They are very, very good at really cutting people off who make ridiculous allegations. '
কস্টা যথারীতি রেডিও স্টেশন নোভাকে স্যু করে দিলেন।

এই নিয়ে পত্র-পত্রিকায় মাসাধিক কাল ধরে চলছে চাপান উতোর।
"সীন' কথাটির অর্থ নিয়ে প্রশ্ন উঠেছে।
জ্যাক মার্ক্স তার ব্লগে লিখছেন, 'According to the Queen's English, to have "seen" something is to have simply spied it, but the Strumpet's English has the word transformed into a euphemism for past-tense intercourse, the new four-letter word for sure.'
জ্যাকের ব্লগটির উত্তরে প্রায় শতাধিক রেসপন্স-পক্ষে বিপক্ষে।যেমন হয়।
একজন পদ্যে লিখলেন, 'A man from the police made a scene/When a word regarding him wasn't clean/But a player of words/Questioned the verb/For he was not seen, but seen, it would seem.'

কারোর মতে,রেডিও নোভার অ্যাপলজি চাওয়াই বোকামি হয়েছে। যে শ্রোতারা মূল অনুষ্ঠানের এই ছোট্টো ঘটনাটি শোনেন নি, ক্ষমা চাওয়ায় তাঁরাও ঘটনাটি জেনে গেছেন।
অথবা,কস্টা মামলা করে ব্যাপারটিকে জনসমক্ষে আনলেন নইলে লোকে দুদিনেই ভুলে যেত।
এক মহিলার মতে একটি সুপারমার্কেটের জনৈক কর্মীর সঙ্গে মহিলা কস্টাকে গুলিয়েছেন কারণ দুজনের চেহারায় অদ্ভূত সাদৃশ্য।
শষ পোস্টিংটি জনৈক পিকে-র। খাঁটি অস্ট্রেলিয়ান অ্যাব্রিভিয়েশন ব্যবহার করে ইনি লিখেছেন, 'Pollies love to sue... Maybe it will be an interesting case if it proves that just saying that someone was 'seen' is defamatory. The implication may be that pollies should not be seen. Most of us would support that.' এই সব কথা চালাচালি। হালকা ঠাট্টা। বুদ্ধিদীপ্ত কৌতূক। যৌনগন্ধী, অশ্লীল ইঙ্গিত।অথচ,টক শোয়ে প্রশ্ন করে উত্তর সম্পূর্ণ না শুনেই লাইন কেটে দেওয়া নিয়ে কেউ কোনো কথা তোলেন নি।

কোর্টে মামলা উঠেছে ১৫-ই অগাস্ট। শুনানি চলছে।মেরিক, রস, ম্যান্ডি, কস্টা মিডিয়ার শিরোনামে।অনাম্নী অঙ্গনাটি বিস্মৃত। সহজেই।সেদিন সকালে মেয়েটির কি বলার ছিল কেউ জানতে চায় নি।

Comments

Popular posts from this blog

চরাচরের পাখিরা

পদ্মসম্ভব

কোলক্লিফ, ২০২৩