স্থানীয় সংবাদ


     
অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল বরাবর সটান উত্তরে উঠে টোরেস স্ট্রেইট পার হলেই নিউগিনি, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ।নিউগিনির পূর্বাংশ স্বাধীন দেশ পাপুয়া নিউগিনি, পশ্চিমাংশে ওয়েস্ট ইরিয়ান জয়া এবং পাপুয়া-ইন্দোনেশিয়ার দুই প্রদেশ।

১৮২৮ নাগাদ ইওরোপীয়ানদের চোখ পড়ে দ্বীপটিতে -ফলস্বরূপ, পশ্চিমাংশ যায় ডাচেদের হাতে-নেদারল্যান্ডস নিউগিনি; ১৮৮৩ নাগাদ পূব দক্ষিণ অংশটি হয় বৃটিশ কলোনি আর প্রায় সেই সময়ই উত্তর পূর্ব অংশটি জার্মান অধীনস্থ হয়-জার্মান নিউগিনি।
১৯০৫ নাগাদ বৃটিশ গভর্নমেন্ট তাদের অংশটির দায়িত্ব দেয় অস্ট্রেলিয়াকে; প্রথম বিশ্বযুদ্ধের সময় অস্ট্রেলিয়ান ফোর্স দখল করে নেয় জার্মান নিউগিনি; অস্ট্রেলিয়ার দখলে থাকা ভূখন্ডের পরিচিতি হয় টেরিটরি অফ পাপুয়া নিউগিনি।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাঝামাঝি, জাপান আক্র²মণ করে নেদারল্যান্ডস নিউগিনি আর টেরিটরি অফ পাপুয়া নিউগিনি- সেই সময় অস্ট্রেলিয়ান টেরিটরি মিলিটারি শাসনে চলে যায়; যুদ্ধশেষে, মিলিটারি শাসনের বিলুপ্তিতে অস্ট্রেলিয়ান টেরিটরির নাম বদলাতে থাকে -কখনও পাপুয়া অ্যান্ড নিউগিনি, কখনো পাপুয়া -নিউগিনি। অবশেষে , ১৯৭৫ নাগাদ, অস্ট্রেলিয়া পূর্ণ স্বাধীনতা দেয় পাপুয়া-নিউগিনিকে।
অন্যদিকে , যুদ্ধশেষে, ডাচ ইস্ট ইন্ডিজ স্বাধীনতা পায় ইন্দোনেশিয়া নামে কিন্তু নিউগিনির পশ্চিমাংশ নেদারল্যান্ডসের অধীনেই থেকে যায়।
পঞ্চাশের দশকে নেদারল্যান্ডস নিউগিনির স্বাধীনতা পাওয়ার সম্ভাবনা দেখা যায়-নির্বাচিত পাপুয়ান কাউন্সিল কার্যভার নেয়, নতুন পতাকা, এমব্লেম, নতুন জাতীয় সংগীত-কিন্তু ১৯৬২ নাগাদ সোভিয়েত ইউনিয়নের মদতে ইন্দোনেশিয়া আক্রমণ চালায়;যুযুধান নেদারল্যান্ডসকে শান্ত করে অ্যামেরিকা। কূটনৈতিক কথাবার্তা এগোয়। অবশেষে ১৯৬৩ নাগাদ ইন্দোনেশিয়ান শাসন শুরু হয় পশ্চিম নিউগিনিতে। নিউ ইয়র্ক এগ্রীমেন্ট অনুযায়ী , ১৯৬৯ নাগাদ ইন্দোনেশিয়ান শাসনের পক্ষে / বিপক্ষে পাপুয়ানদের মত চাওয়া হয়।ইন্দোনেশিয়ান মিলিটারি ১০০% পাপুয়ান ভোট ইন্দোনেশিয়ান শাসনের পক্ষে এনে দেয়।

ইন্দোনেশিয়ান শাসনের বিরুদ্ধে পুঞ্জীভূত অসন্তোষের পরিপ্রেক্ষিতে , ২০০০ সালে ইরিয়ান জয়ার জন্য বিশেষ স্বায়ত্বশাসন ঘোষণা করা হয়-ঘোষণাই শুধু, আর কিছু নয়।

ইন্দোনেশিয়ান শাসনের বিরুদ্ধে পাপুয়ার মানুষের ক্ষোভ তো ছিলই; তার সঙ্গে যোগ হল আরো অনেক কিছু। WALHI একটি ইন্দোনেশিয়ান এনজিও। এরা একটি রিপোর্ট পাবলিশ করেছে সম্প্রতি -- 'Environmental Impacts of Freeport-Rio Tinto's Copper and Gold Mining Operation in Papua' -দুর্নীতি এবং যথেচ্ছ পরিবেশ ধ্বংসের কাহিনী। ফ্রিপোর্ট ইন্দোনেশিয়া আর রিও টিন্টোর যৌথ উদ্যোগ হল এই ফ্রিপোর্ট-রিও টিন্টো।
কপার আর গোল্ড মাইন থেকে রিও টিন্টোর যা লাভ তার পরিমাণ বছরে প্রায় ৩৩০ মিলিয়ন ডলার আর জাকার্তাও মাইন থেকে ১।৬ বিলিয়ন ট্যাক্স পায় বছরে।এত টাকার খুব স্বল্প পরিমাণই পাপুয়ান প্রাদেশিক আর স্থানীয় সরকারের কাছে আসে।
ইন্দোনেশিয়ার দরিদ্রতম প্রদেশ পাপুয়া, পরিবেশের দিক থেকেও দীনতম।পাপুয়ানরা দুর্নীতির প্রতিবাদ তথা স্বাধীনতার দাবি জানালেই ইন্দোনেশিয়ান মিলিটারি তাদের থামিয়ে দেয়।অবশ্যই রিও টিন্টো মিলিটারিকে পয়সা দেয়। WALHI বলছে, 'Millions of hectares of unique rainforest have disappeared from legal and illegal logging operations and palm oil plantations in West Papua.Large numbers of indigenous Papuans have been displaced by the granting of timber concessions on their land,without compensation.Logging has contributed to increased flooding and forest fires...while the loss of farm and crop lands left thousands facing starvation.' । WALHI র রিপোর্টে আরো আছে, 'Mining in Papua is particularly associated with environmental and human rights abuse of the worst kind, and has contributed to West Papua's ranking as the most polluted province in Indonesia.' । WALHI বার বার বলেছে ফ্রিপোর্ট-রিও-টিন্টোর অতি বিপজ্জনক ওয়েস্ট ম্যানেজমেন্ট পলিসি আর এনভায়রনমেন্ট রেগুলেশনকে বুড়ো আঙুল দেখানোর কথা।

ইতিমধ্যে, এই জানুয়ারিতে ৪২ জন পাপুয়ান নৌকো করে অস্ট্রেলিয়ায় পালিয়ে আসেন, পাপুয়ার মিলিটারি অত্যাচার থেকে বাঁচতে।তাঁরা বলেন জেনোসাইড চলছে সেখানে। এই ৪২ জনকে অস্ট্রেলিয়ায় আপাত-আশ্রয় দেওয়া হবে -জন হাওয়ার্ড তাত্ক্ষণিক প্রতিশ্রুতি দেন এবং বলেন যে এই প্রতিশ্রুতি অস্ট্রেলিয়া-ইন্দোনেশিয়া সম্পর্কের পরিপন্থী হলেও, এ'জন্য ইন্দোনেশিয়ার কাছে ক্ষমা প্রার্থনার প্রশ্নই নেই।
ইন্দোনেশিয়া তেলে বেগুনে জ্বলে ওঠে, ইস্ট টিমরের স্বাধীনতার দাবীকে অস্ট্রেলিয়ান সমর্থনের কথা তাদের মনে আসে। অস্ট্রেলিয়া বিচ্ছিন্নতাবাদকে সমর্থন করছে, ইন্দোনেশিয়ার আভ্যন্তরীন ব্যাপারে নাক গলাচ্ছে-বিবৃতির পর বিবৃতির ঝড় বইতে থাকে।এবং জাকার্তা জোর গলায় জেনোসাইডের অভিযোগটি অস্বীকার করে।অত:পর নানা চাপে জন হাওয়ার্ডের ডিগবাজি। ঠিক হয়, ঐ ৪২ জনকে আপাতত: পাপুয়া নিউ গিনিতে আশ্রয় দেওয়া হবে -সেখান থেকেই তাদের রেফিউজি স্ট্যাটাস বিবেচনার কাজ চলবে, এবং অস্ট্রেলিয়ায় আশ্রয় দেওয়ার আশ্বাস এই মুহূর্তে দেওয়া যাচ্ছে না।
ইন্দোনেশিয়া এই বক্তব্যে সন্তুষ্ট। বাটাম সামিটের লক্ষ্য তাই বালি বম্বিংএর আবু বকর বশীদের জেল থেকে ছাড়া পাওয়ার দিকে ঘুরে গেছে।

৪২ জন পাপুয়ানের কি হ'ল ? কি হবে? WALHI রিপোর্ট?
জেনোসাইড?
রিও টিন্টো আসলে বৃটিশ রিও টিন্টো আর অস্ট্রেলিয়ান রিও টিন্টো লিমিটেডের যৌথ উদ্যোগ-জানতেন?
অস্ট্রেলিয়ার নিহিত স্বার্থের খেলাটা কি পরিষ্কার হ'ল ? না ধোঁয়াটে দেখাচ্ছে?
দূর মশাই, এসব জেনে কি হবে?
নিকোল কিডম্যান আর কিথ আর্বান বিয়ে করলেন গত সপ্তাহে সিডনির এক চার্চে। এঁরা কোথায় মধুচন্দ্রিমা যাপন করছেন, জানেন নাকি?
আসুন, ট্যাবলয়েড পড়ি।

Comments

Popular posts from this blog

চরাচরের পাখিরা

পদ্মসম্ভব

কোলক্লিফ, ২০২৩