কামিনী কাঞ্চন

শ্রেয়া ঘোষের ছোটো গল্পের সংকলন কামিনী কাঞ্চন। চোদ্দোটি গল্প। প্রকাশক সপ্তর্ষি। বিনিময় মূল্য একশত টাকা।

সুমুদ্রিত বইটির প্রথম গল্পেই ব্লার্ব বর্ণিত বহতা জীবনের ছলাৎছল- আপনার পাশের বাড়ির চার বোন-তাদের পারস্পরিক সম্পর্ক- ভাঙা গেটের দুই পাশে গাছ দুটি -কামিনী আর কাঞ্চন। পাঠক, প্রথম গল্পেই আপনি বিম্বিত হলেন দর্পণে। নিজেকে, নিজের পারিপার্শ্বিককে দেখতে পাবেন, ধারাপাত, সঞ্চার, পমপমরা ভালো আছে, সুপর্ণার শিকড়বাকড়, হেমন্তিকা, তারপর আর অপ্রার্থিত গল্পেও। শ্রেয়ার গদ্য বড় মায়াময়। কোনো গল্পে প্রতিফলিত বিড়ম্বিত শৈশব, কোথাও বা নিষ্ফল অপেক্ষা, কোথাও আবার নতুন জীবনের সঞ্চার। কখনও ধূ ধূ শ্মশানভূমি, কখনও এই ঘর দোর , চেনা চার দেওয়াল, কখনও বা
Indian Diaspora র সাম্প্রতিক সংকট গল্পের পটভূমিকায়। যদিও নাগরিক মানুষের একাকীত্বের বোধ এই সমস্ত গল্পগুলির অন্তর্লীন সুর, তথাপি ন্যারেটিভ, তথা পটভূমিকা এবং গল্পের বুনোটের অগাধ বৈচিত্র্য পাঠকের মনোযোগ এতটুকু শিথিল হতে দেয় না।
অলীক কুসুম, সঙ্গিনী, কেয়াফুল, দুঃখছাপ, সমান্তরাল কিম্বা দ্বিতীয়ার চাঁদে প্রতিফলিত অন্য এক জীবন। চেনা ছকের গহীনে বয়ে চলে যে জীবন-হয়তো বা আদিম বৃত্তি, হয়তো গোপন ভালোবাসা, কোথাও বা এমন এক সম্পর্ক যার নাম হয় না কোনো- শ্রেয়ার কথনের জাদুতে পাঠক শুনতে পায় হৃদয়ের শব্দ, ভেসে আসে কেয়াফুলের গন্ধ, মননের একূল ও কূল ভেসে যায় অজান্তেই। জীবনের অনন্ত বয়ে চলা ধরা দেয় দু মলাটে।

প্রতিটি গল্পেই অসামান্য ডিটেইল্‌স, সংলাপ ও নৈঃশব্দের নিপুণ ব্যবহার, এবং অসাধারণ কিছু বর্ণনা। কবিতার মুহূর্ত সৃষ্টি হয়ে যায় এইখানে যেমন- " মাইলের পর মাইল বিস্তৃত শোক। ... হাজার হাজার সদ্যোজাত শিশুর কোমল অস্থিগুঁড়ো এমাঠের মাটির রং পাল্টে দিয়েছে"- অথবা " অপেক্ষা করতে করতে অপেক্ষা করতে করতে অপেক্ষা করাটাই অভ্যাসে দাঁড়িয়ে যায়। অপেক্ষার মুহূর্তগুলোর ওপর গভীর মায়া জন্ম নেয়..." অথবা...
অথবা?
বইটি আপনার হাতে দিলাম, পাঠক।

Comments

Popular posts from this blog

চরাচরের পাখিরা

পদ্মসম্ভব

কোলক্লিফ, ২০২৩