কালবেলা


মেয়েদুটি পাশাপাশি দাঁড়িয়ে।ব্যাকগ্রাউন্ডে বালি, সমুদ্র। খোলা চুল, স্কার্ট,টপ। বছর বারো বয়স হবে হয়তো। কিম্বা তারও কম।অথচ তাদের চোখ, ঠোঁট, সামান্য তেরছা করে ঈষত্ এগিয়ে রাখা বাঁ পা নিশ্চিত মনে করাবে কোন তরুণীকে।অন্তত: এই মুহূর্তে অনেককেই সেরকমই মনে করাচ্ছে । তাঁদের একজন এমা রাশ, অস্ট্রেলিয়ান ফেমিনিস্ট, অ্যাকাডেমিক।গত অক্টোবরে এখানকার বামঘেঁষা "থিঙ্ক ট্যাঙ্ক' দ্য অস্ট্রেলিয়ান ইনস্টিটিউট থেকে এমা প্রকাশ করেছেন একটি অ্যাকাডেমিক পেপার,যার শিরোনামটি-ই প্রবল বিতর্কিত-করপোরেট পিডোফিলিয়া।

পেপারটির সঙ্গে আছে একটি অ্যাটাচমেন্ট ভর্তি বিভিন্ন ছবি -- ডেভিড জোন্স, মায়ারের ক্যটালগ কিম্বা বার্বি ম্যাগাজিন থেকে নেওয়া বাচ্চাদের ছবি সব। সমুদ্রতীরের ঐ ছবিটির মত। আরোপিত যৌবনের ছবিগুলি।

এমা রাশ লিখছেন, " Pictures of sexy children send messages to pedophiles that children are sexually available and interested in sex.That is very irresponsible on behalf of the advertisers and marketers....When family department stores show no conscience on these issues, or are inured to the effects of their behaviour, the situation is very unhealthy. ' শুধু বিজ্ঞাপন নয়, এমা তীব্র ধিক্কার জানিয়েছেন এইসব কম্পানির কিছু প্রডাক্টের -- চার থেকে আট বছরের মেয়েদের জন্য ব্রালেট -- ইদানীং সব ডিপার্টমেন্টাল স্টোরেই সহজলভ্য। এমা চেঁচিয়েছেন," I just think, you know, what does a three to four year old child need to be wearing a bra for? '

কর্তারা চটেছেন বেজায়। যথারীতি।ডেভিড জোন্সের জামাকাপড়ের সুনাম যেমন, "করপোরেট ডিসেন্সি'র জন্য নামডাকও তেমনই। কম্পানির সিইও মার্ক ম্যাকিনেজ ক্ষেপেচটে লাল হয়ে তত্ক্ষণাত্ ফোন করেছেন ইনস্টিটিউটের ডিরেক্টর ক্লাইভ হ্যামিলটনকে-বলেছেন রিপোর্টটি থেকে ডেভিড জোন্সের সমস্ত রেফারেন্স অবিলম্বে তুলে নিতে। হ্যামিলটন কর্ণপাত করেন নি। এবারে সিইও সাহেব তাঁর ব্র্যান্ড ডিফেন্ড করতে আদালতে যাবেন -এ'তো জানাই।

এদিকে গত বছরের জানুয়ারি থেকে ডিফেমেশন ল-র কিছু পরিবর্তন হয়েছে -- দুমদাম মামলা ঠুকে দেওয়া অত সহজ নয় করপোরেটের পক্ষে। ডেভিড জোন্স ছেড়ে দেওয়ার পাত্র নয় -- ট্রেড প্র্যাকটিস অ্যাক্টের ৫২ নম্বর সেকশান লংঘিত হয়েছে এই মর্মে মামলা ঠুকেছে তারা।অভিযোগ এনেছেন ইনস্টিটিউটের মিসলীডিং অ্যান্ড ডিসেপটিভ কনডাক্টের। সিইও বলছেন," the institute accused of something that we regard as abhorrent. We will not be used by them to further their agenda. ' লীগাল অ্যানালিস্টরা বলছেন,কোথায় আরোপিত যৌবন টন পাচ্ছেন এমা, দ্যাখান দেখি!এ' তো দিব্যি চাঁদপানা ফুটফুটে বালিকাসব-স্মার্ট ডিজাইনার জামা পরে দাঁড়িয়ে আছে। একদম যুগোপযোগী। সেই সুরে অনেকেই বলছেন, এই সব ছবিতে কেউ যদি পর্নো খুঁজে পান, গোলমালটা তাঁদের মধ্যেই।

করপোরেট পিডোফিলিয়া শব্দটি বছর দশেক আগে প্রথম ব্যবহার করেছিলেন ফিলিপ অ্যাডামস তাঁর একটি কলামে।এই পিডোফিলিয়াকে অ্যাডামস দেখেছেন এইভাবে," ...where childhood is truncated and abbreviated by the march of marketing, so children can be turned into little adults, and marched through the malls. ' বর্তমান বিতর্কে অ্যাডামস ঠান্ডা মাথায় এই সুরটি-ই ধরে রেখেছেন -- " The age of consent for commerce has certainly been lowered. You still cannot physically seduce a child under the age of 16, but retailers and advertisers can seduce them any other way....to find ways to turn kids into purchasers of crap...It's that seduction of the innocent that is objectionable. ' আর একটা নিদারুণ সত্যি তুলে ধরেছেন অ্যাডামস - " Children were not sexualised....These days .... they know everything. It's certainly true that children are exposed to sex and pornography earlier and more often, than in previous generations. '

এইবার অবধারিত আসছে অভিভাবকদের ভূমিকা। অনেকেই যেটা বলছেন তা হ'ল, অ্যাকাডেমিকরা তুমুল বাড়াবাড়ি করছেন। বাচ্চাদের কাছে টাকা নেই-এটা মোদ্দা কথা। বাচ্চারা কিছু চাইলেই কিনে দিতে হবে নাকি?

আসলে এই "নাকি', "তবে' এই সব ব্যাপারগুলো রয়েই যাচ্ছে। সাপ্লাই-ডিম্যান্ড, আন্ডা-মুরগী, অভিভাবক-প্রতিষ্ঠান-তর্ক চলতেই থাকে। ওদিকে ডিপার্টমেন্টাল স্টোরে থরে থরে ব্রালেট, গরম কচুরির মত বিক্রি হচ্ছে কিডস পপ পার্টি মিক্স সিডি যেখানে পুসিক্যাট ডলস গেয়েছেন," Don't cha wish your girlfriend was hot like me?/Don't cha wish your girlfriend was a freak like me?/Don't cha wish your girlfriend was raw like me? ',বার্বির তো কথাই নেই, দেদার বিক্রি গুরুবক্ষ ব্রাট্জ ডলেরও। আর এই প্রথম সিডনির ফেডের‌্৯AFাল কোর্টে উঠছে " sexualisation of children in advertising. '

বালিকাদ্বয় পাশাপাশি দাঁড়িয়ে। খোলা চুল, স্কার্ট,টপ। তাদের চোখ, ঠোঁট, সামান্য তেরছা করে ঈষত্ এগিয়ে রাখা বাঁ পা নিশ্চিত মনে করাচ্ছে তরুণীদের। শৈশবের কাল ভয়াবহ দ্রুততায় ফুরিয়ে আসছে।

Comments

Popular posts from this blog

চরাচরের পাখিরা

পদ্মসম্ভব

কোলক্লিফ, ২০২৩