Posts

Showing posts from 2011

কামিনী কাঞ্চন

শ্রেয়া ঘোষের ছোটো গল্পের সংকলন কামিনী কাঞ্চন। চোদ্দোটি গল্প। প্রকাশক সপ্তর্ষি। বিনিময় মূল্য একশত টাকা। সুমুদ্রিত বইটির প্রথম গল্পেই ব্লার্ব বর্ণিত বহতা জীবনের ছলাৎছল- আপনার পাশের বাড়ির চার বোন-তাদের পারস্পরিক সম্পর্ক- ভাঙা গেটের দুই পাশে গাছ দুটি -কামিনী আর কাঞ্চন। পাঠক, প্রথম গল্পেই আপনি বিম্বিত হলেন দর্পণে। নিজেকে, নিজের পারিপার্শ্বিককে দেখতে পাবেন, ধারাপাত, সঞ্চার, পমপমরা ভালো আছে, সুপর্ণার শিকড়বাকড়, হেমন্তিকা, তারপর আর অপ্রার্থিত গল্পেও। শ্রেয়ার গদ্য বড় মায়াময়। কোনো গল্পে প্রতিফলিত বিড়ম্বিত শৈশব, কোথাও বা নিষ্ফল অপেক্ষা, কোথাও আবার নতুন জীবনের সঞ্চার। কখনও ধূ ধূ শ্মশানভূমি, কখনও এই ঘর দোর , চেনা চার দেওয়াল, কখনও বা Indian Diaspora র সাম্প্রতিক সংকট গল্পের পটভূমিকায়। যদিও নাগরিক মানুষের একাকীত্বের বোধ এই সমস্ত গল্পগুলির অন্তর্লীন সুর, তথাপি ন্যারেটিভ, তথা পটভূমিকা এবং গল্পের বুনোটের অগাধ বৈচিত্র্য পাঠকের মনোযোগ এতটুকু শিথিল হতে দেয় না। অলীক কুসুম, সঙ্গিনী, কেয়াফুল, দুঃখছাপ, সমান্তরাল কিম্বা দ্বিতীয়ার চাঁদে প্রতিফলিত অন্য এক জীবন। চেনা ছকের গহীনে বয়ে চলে যে জীবন-হয়তো বা আদিম বৃত...

শস্যপর্বর চার

গুণীজন বুনে চলেন নকশিকাঁথা। উপলব্ধির নিবিড় বুনোট, পারঙ্গম লেখনীর আশ্চর্য নকশা , মননের ওম। বাংলাদেশের লেখালেখি নিয়ে এই যে আলাপচারিতা ...  রোব্বারের বিকেল। বৃষ্টি এল জোরে। জলের ছাঁট। হাওয়া মন্থর ও ভিজে। পায়ের ওপর লেপ টানলাম। লেপ বলল লিখলে না হয় ... নকশিকাঁথার এক কোণে একটি দুটি অপটু ফোঁড়- চার নবীন কথাকারের গল্পগুচ্ছের পাঠপ্রতিক্রিয়া । তারেক নূরুল হাসানের 'কাঠের সেনাপতি', অমিত আহমেদের ' বৃষ্টিদিন রৌদ্রসময়', মাহবুব আজাদের 'ম্যাগনাম ওপাস ও কয়েকটি গল্প' আর আনোয়ার সাদাত শিমূলের ' অথবা গল্পহীন সময়'। চারটি বইয়েরই প্রকাশক শস্যপর্ব, জিন্দাবাজার, সিলেট। নকশা তোলা নয় তো আমার, অপটু হাতের সেলাইয়ের দু এক ফোঁড়। একটি দুটি ফোঁড়ে চেষ্টা করি তারেকের 'কাঠের সেনাপতি' বইটির সঙ্গে আপনাদের পরিচয় করানোর। সমালোচনা নয়, পাঠপ্রতিক্রিয়াও নয় সেই অর্থে। তারেকের লেখার সঙ্গে পরিচয় করিয়ে দেব শুধু। রশীদ করিমের একটি সাক্ষাৎকার। -গল্পকে গল্প করে তোলার জন্য কী কী বৈশিষ্ট্য থাকা দরকার? রশীদ করিমঃ গল্পে থাকে একটি মাত্র ঘটনা। ঐ ঘটনা লেখকের মনে যে অভিঘাত সৃষ্টি করে, যেভাবে তার মনে উপ...

উইদাউট আ প্রিফেস

১ আঙুলের ছোঁয়া লাগছিল মুখে, কখনও চোখ, কখনও নাকের পাশে। আলগোছে। হাল্কা ছোঁয়া। অথচ শিরশির করছিল শরীর। সমস্ত শরীর। আঙুলের নখ ছুঁয়ে যাচ্ছিল কানের পাশের গাল। আলতো। চন্দনের ঘ্রাণ আসছিল। চোখ বুজে আসছিল কপালে ঈষত্ সূচালো কিছুর স্পর্শে । সে স্পর্শ যেন অবিচ্ছিন্ন তরঙ্গের মত কপালকে ছুঁয়ে যাচ্ছিল নির্দিষ্ট সময়ের ব্যবধানে। ও চোখ খুলতে চাইল। চোখের পাতা ভারি ঠেকল। সামনে দেখল হালকা কচি কলাপাতা র,ং লাল পাড়ে ঘেরা। দৃষ্টি ঈষত্ নামিয়ে নিজেকে দেখতে চাইল এবারে। লাল বেনারসীতে দেখল নিজেকে। গভীর বিস্ময়ে। দেখল কনেচন্দন পরানো হচ্ছে তাকে। কচি কলাপাতাকে ধাক্কা দিয়ে সরাতে গেল সে। হাওয়ায় তালাস করে ফিরল তার হাত। ভারি হয়ে এল তারপর। হাত। সর্বশরীর। কোন এক বিপুল উচ্চতা থেকে পতন হতে থাকল। সে পড়ছে তো পড়ছেই। আতংকে দমবন্ধ হয়ে এল যেন। মুহূর্তকাল। ধড়মড়িয়ে উঠে দেখল পাশে ঘুমন্ত সুদীপ। দেখল হাল্কা রাত আলো। দেখল তার খাট বিছানা। তার ঘরদোর। বিনবিনে ঘাম হচ্ছিল তার । কম্বল সরিয়ে বাথরুম গেল। জল খেল। জানালার ব্লাইন্ড সরিয়ে দেখল সাইডওয়াকে জমা বরফ । নিষ্পত্র গাছ। স্ট্রীটলাইট । গত বিশ বছরের চেনা দৃশ্য। ও বিছানায় ফিরে গেল। ক...

মজলিশ ২০১১

দুপুর গড়িয়ে বিকেল হবে এখন। রোদ আছে। তবে প্রবল নয়। শেষ দুপুরে একফালি বারান্দাটি। একলা। গ্রীল বেয়ে মাধবীলতা। ছায়া পড়ছে বারান্দায়। সামনে বাগান। গেট। গেট খুলে একজন ঢুকলো। উস্কোখুস্কো চুল। চশমা, ঝোলা। আনমনা পাগলাটে ধরণ। বাগান পেরিয়ে বারান্দায় এসে বসল সটান। ঝোলা হাতড়ে বের করল মিষ্টির বাক্স। বারান্দায় রাখল। মাধবীলতার গুচ্ছ দুলে উঠল। সামান্য ধুলো-ও উড়ল কোথাও। কথা শুরু হ'ল। বারান্দা আর পাগলের। - এক বছর পরে, তাই না? তাই তো? -এই দিনেই আসি প্রতিবছর। বসতে আসি তোমার কাছে। বছরভর কাছেই থাকি। তবে গেটের ওধারে। দূর থেকে দেখে যাই। কেমন আছ? -তুমি? লেখা কি ছেড়ে দিলে? -লেখাই ধরে আমাকে, ছেড়েও যায়। -সে কেমনতরো? -সে এক রকম.. শুনবে? -শোনাও। -(পাগল গেয়ে ওঠে) আমি দেখি নাই তার মুখ আমি শুনি নাই তার বাণী/ শুধু শুনি ক্ষণে ক্ষণে তাহার পায়ের ধ্বনিখানি/আমার দ্বারের সমুখ দিয়ে সে জন করে আসা যাওয়া/ শুধু আসন পাতা হ'ল আমার সারা জীবন ধরে/ ঘরে হয় নি প্রদীপ জ্বালা তারে ডাকব কেমন করে/আছি পাবার আশা নিয়ে, তারে হয় নি আমার পাওয়া- (পাগল আপন মনে হাসতে থাকে। চুলে হাত চালায়। ঝোলায় হাত ঢোকায়। বার করে।) -তাকে চেনো না, তব...