Posts

Showing posts from October, 2023

ট্রফি

  Tame birds sing of freedom, wild birds fly....   হাওয়াবিহীন দিনগুলিতে আকাশকে চুপসানো বেলুনের খণ্ড মনে হয় - ফ্রেমে  আটকানো; যেদিন বাতাস ওঠে,  নীল বেলুনের টুকরো ঢাউস শামিয়ানা হয়ে উড়তে থাকে,  মেঘ আর ডানারা মোটিফ তৈরি করে -  সাদা কালো লাল নীল মেঘ ছেনে  ছোটো ডিঙি,  বড় বড় পালতোলা  নৌকো, বিশাল সব দুর্গ,  হাতি, উট  আর বুড়ো মানুষ। তার ওপর ঘুড়িরা লাট খায়, জেট চলে যাওয়ার ঘন সাদা লাইন ফিকে হতে হতেই একগুঁয়ে উড়োজাহাজরা উড়ে যায় আচমকা। পাখিরা চক্কর কাটে আর চক্কর কাটে,  শেপ ফর্ম করে - ভি, ওয়াই, এম, এ, ডব্লিউ; কখনও তারা  মানুষের কাছাকাছি নেমে আসে এমন,  যেন ডানার কথা ভুলেই গিয়েছে। ঘাসের ওপর শুয়ে শুয়ে  আকাশ দেখি- ডান হাত মাথার নিচে, বাঁ হাত শুরু হয়েই শেষ হয়ে গিয়েছে, কাঁধের খুব কাছেই চেটো- তাতে তিনটে আঙুল। যেন ডানা। আমি হৃদয়রাম, পঁয়ত্রিশ বছরের এক্ট্রোড্যাকটাইলি পেশেন্ট। উড়তে পারি না অথচ  বাঁ কাঁধে কারো হাত ঠেকলে খাঁচায় বন্ধ হয়ে যাওয়ার ভয় পাই। আসলে এ'সবই ডানার গল্প।     ১ - ভাবো কোনান ডয়েলের সঙ্গে এই রকম ভ...