Posts

Showing posts from March, 2023

বিরলপাতার গাছ

  বিরলপাতার গাছ মৃণাল শতপথী ৯ঋকাল বুকস দাম ২৫০ টাকা সময়ের সঙ্গে, বয়সের সঙ্গে , বেঁচে থাকার যাবতীয় ঝুটঝামেলা অনুভূতিতে একটা সর ফেলতে থাকে। হাল্কা সর প্রথমে, না সরাতে পারলে, আর একটি সরের তল, তার ওপর আর একটি- সর জমে গাদ হয়ে যায়- সেডিমেন্ট- তখন অলীক এক অস্ত্রের সন্ধান করতে হয় যা একাধারে ধারালো, একটানে চেঁছে ফেলবে অনুভূতির ওপর জমে থাকা আস্তর, আবার একই সঙ্গে আশ্চর্য কোনো সঙ্গীত শোনার পরবর্তী অনুভূতির মতো হবে-  শিশুর মতো টলমল পায়ে অনুভূতির এ ঘর সে ঘর যাব- নতুন করে আবিষ্কার করব আমারই অশ্রু, আমারই আনন্দ। গুরুচণ্ডা৯র শারদ সংখ্যায় মৃণাল শতপথীর 'ডলফিন' পড়ে আমি সেই অলীক অস্ত্রের সন্ধান পাই যা বস্তুত মায়া। আলতো  নয়, তীব্র আর আচ্ছন্ন কারী সে মায়া থেকে বেরোতে পারি নি বহুদিন। জনে জনে পড়িয়েছিলাম গল্পটি। বইমেলায় মৃণালের গল্প সংকলনটি দেখেই কিনে ফেলি সঙ্গে সঙ্গেই। "But how could you live and have no story to tell? " দস্টয়েভস্কির উদ্ধৃতির পরে সূচিপত্র আসে। ১৩টি গল্প। অলংকরণ রয়েছে বই জুড়ে। আমি অক্ষরেই মনোযোগ দিয়েছিলাম। অন্য দিকে চোখ, মন ফেরাই নি। ডলফিন এ যে অস্ত্রটির সন্ধান পাই, প্রথম...

হরপ্পার অজানা শিলালিপি

  উপল মুখোপাধ্যায়ের গল্প সমগ্র -প্রথম খণ্ড চিন্তা গল্প সিরিজ-১৬ দাম- ৬০০ টাকা শ্রী উপল মুখোপাধ্যায়ের ছোটো গল্পের পাঁচটি সংকলন একত্র করে তৈরি হয়েছে এই গল্প সমগ্র-প্রথম খণ্ড।  গত বিশ বছর বিভিন্ন লিটল ম্যাগাজিন  এবং ওয়েবজিনে ২০০৫ থেকে ২০২২ অবধি প্রকাশিত গল্পগুলি কালানুক্রমিক সজ্জিত (সংকলনের প্রকাশকাল অনুযায়ী), এর ফলে সম্ভবত সময়ের সঙ্গে লেখকের ঝোঁক বদলে যাওয়া ধরা যায় । উপলের গল্পগুলি  সেই অর্থে কোনো কাহিনী বয়ে আনে না- প্রতিটি গল্পই এক একটি আইডিয়া। একটি মুহূর্ত। একটি দেখা অথবা শোনা। হয়তো স্বপ্ন।কোনো গল্পে কথকের গুরুত্বও কম। কে কথক, কে কাকে অবলোকন করছে- গুলিয়ে যায়- ফলত সর্বদাই একটি কাউন্টার ন্যারেটিভ তৈরি হয়ে যায় সেই সব গল্পে। গল্প সমগ্রের প্রথম অংশের  গল্পগুলি (হরপ্পার অজানা শিলালিপি সংকলনের) , তাদের নামকরণ আমাকে বহুক্ষেত্রেই রমানাথ রায় স্মরণ করিয়েছে, রমানাথ রায়েরই উল্লেখ করা রেমো কঁনোর  এক্সারসাইজ ইন স্টাইলের কথা মনে করিয়েছে  যেখানে একটি অকিঞ্চিৎকর ঘটনাকে নিরানব্বই রকম ভাবে লেখা হয়েছিল। তুলনায়  'পক্ষীবিষয়ক' সংকলনের লেখাগুলিতে কাহিনীর আভাস ; 'পড়তে...

কোলক্লিফ, ২০২৩

  মোবাইলের আলোয় কাছের অন্ধকার গলে গলে পায়ের কাছে জমাট   বাঁধছে ;  ফলে   যে ছোটো ছোটো অন্ধকারের স্তুপ তৈরি হচ্ছিল ,  নীলচে আলোয় তাদের গুঁড়ি মারা কালো বেড়ালের মতো লাগছিল - আমি সামনে এগোলেই কুণ্ডলী পাকিয়ে শুয়ে পড়বে আবার।   দূরের অন্ধকার এখন   গাঢ় আর জমাট ;  যদিও মন্থর , তবু অন্ধকার কেটে কেটে   নিরন্তর পথ তৈরি হচ্ছিল , অথচ কোনো গন্তব্য ছিল না। নেটওয়ার্কের আওতায় আসা এই মুহূর্তে খুব জরুরী ,  আমি কিন্তু গল্পের কাছেই পৌঁছোতে চাইছিলাম। সকাল থেকেই ।   - জানো তো , সত্যজিৎ রায় আমার গল্পের বইকে ভালো বললেন। - কে ? - সত্যজিৎ রায় - - মানে ? ফিল্ম মানে পথের পাঁচালি মানে ফেলুদা ......? আমি মাথা নাড়লাম। - কবে ? কোথায় ? - পরশু রাতে। ট্রামে। নমিতাকে প্রচণ্ড কনফিউজড লাগছিল। ওর কথার পিঠে আমি কী বললে এই গল্পটা এগিয়ে যাবে - ভাবছিলাম। ভিজে মাটির   ওপর একমুঠো বীজ ছড়িয়ে   রাতারাতি অঙ্কুরোদগমের অপেক্ষায় থাকার মতো নমিতার দিকে হাসিহ...