চরাচরের কথা
রামবিলাসের এক একটি দিন সাত্যকি হালদার গাঙচিল দাম ৩০০ টাকা প্রথম প্রকাশ বইমেলা ২০২০ কুড়িটি গল্পের সংকলনটি হাতে নিয়ে পাতা ওল্টালে এই লাইনগুলি: 'কথা হয়েছিল এক বছর পরে আসার। কিন্তু তা হল না। ফিরে আসতে একবছর পার হয়ে গেল।' এইভাবে একটি গল্প শুরু হচ্ছে। তিনলাইনে গল্পের অনাড়ম্বর চলন, অপার রহস্যময়তা যা কি না জীবনেরই আদতে- পাঠকের চোখে ধরা পড়ে। সে আরো দেখে, গল্পের নাম প্ল্যানচেট- এইখানে গল্পটি তাকে ঘূর্ণির মতো টেনে নেয় নিজের দিকে- গল্পটি তৎক্ষণাৎ পড়ে ফেলা এক প্রকার তার নিয়তির মতো হয়ে দাঁড়ায়। যখন সে গল্পটি শেষ করে, তার অপার কৌতূহলী মন এক গভীর জীবনদর্শনের সামনে হতবাক দাঁড়িয়ে - ' আমরা নদীর কাছাকাছি আসি। নদী, নুড়িপাথরের নদী। .... পাহাড়, জঙ্গল, সম্পর্কের ভাঙাগড়া নদী দেখেছে। আরো কত দেখবে কে জানে!' ধরুন একটি সবুজ রূপকথা গল্পটি যেখানে 'পুরনো আর নতুন মিলিয়ে অচেনা এক বদলের মধ্য দিয়ে' হেঁটে চলা একটি পাড়ায় পুরনো বাড়ি ভাঙতে গিয়ে পাওয়া গিয়েছিল এক সবুজ বুড়িকে। গল্প বা তার প্রতীকী চিহ্নসমূহ এখানে লিখব না। শুধু শেষের লাইনটি হাইলাইট করব- 'পারাপারের লঞ্চ ও পারের আবছায়...