Posts

Showing posts from October, 2012

বিকেলের গল্প

বিকেলের গল্প ১ আই প্রোটেকশন কপালের ওপর ঠেলে তোলা , চোখ অ্যান্ড্রয়েডের স্ক্রীনে।   হাই স্টুলে বসে টেক্সট পাঠাচ্ছিল টিনা। বাঁ পা নাচাচ্ছিল । ওর সামনে   রিয়াকটর ,   অ্যাসিড ডোসিম্যাট। রিয়াকটারে   মেটাল ওর আর জল।   লিচিং চলছিল। টিনা অপারেটর। আট নম্বর টেক্সটটা পাঠানোর পর কম্পিউটারে চোখ যেতে   খেয়াল হল টার্গেট পিএইচ সেট করা হয় নি । লগ শীট পড়েই দেখে নি । অনেক বেশি অ্যাসিড চলে গেছে রিয়াকটরে।   আনামারিয়া প্রচন্ড ঝাড়বে । এই স্টেজে এত বেশি অ্যাসিড যাওয়া মানে টেস্ট ইজ কিলড। আনামারিয়াকে তো জবাবদিহি করতে হবে   ওর বসের কাছে। বসকে ক্লায়েন্টের কাছে। জি এমএর কাছে।    ডোসিম্যাটের রীডিং মুছে দিয়ে রিসেট করল টিনা , চোখ বুজে মনের মধ্যে একটা সংখ্যা খুঁজল। তারপর সেটাই বসিয়ে দিল লগশীটে।   ধুলো আর জলই তো আফটার অল। তারপর আবার খুটখাট শুরু করল মোবাইলে। এই সময়ে   হাঁফাতে হাঁফাতে ল্যাবে ঢুকল আনামারিয়া।   গলার সঙ্গে লেগে থাকা ক...