Posts

Showing posts from October, 2010

শঙ্খপুরীর রাজকন্যা এবং অন্যান্য

বিপুল দাস; শঙ্খপুরীর রাজকন্যা (কলকাতা ঃ আনন্দ পাবলিশার্স, ২০০৫ ); পৃষ্ঠাসংখ্যা ৩০৮; মূল্য একশ পঞ্চাশ টাকা; আই এস বি এন ৮১-৭৭৫৬-৫১৬-৮ লেখকের অন্যান্য  গদ্য - এ' লেখায় আলোচিত ঃ বুল্টির নীল ফ্রক;  দেশ পত্রিকা (২০০৩, ১৭ অগাস্ট), পৃষ্ঠা ৫২ -৫৮ রক্তমাংসের পোকা; দেশ পত্রিকা (২০০৫, ২ মার্চ ),  পৃষ্ঠা ৫০ -৫৫ তৃষ্ণা-বলয়; দেশ পত্রিকা (২০০৫, ১৭ নভেম্বর ),  পৃষ্ঠা ৭০ -৭৭     যদিও দৈনন্দিন ছিল । যেমন থাকে । উত্থান পতন। সাংসারিক শব্দগুচ্ছ। ফ্লাইওভার, শপিং প্লাজা, সঙ্গে অবশ্যম্ভাবী থার্ড রেল। স্কাইস্ক্র্যাপারের মাথায় ঘোলাটে চাঁদ -নিয়নসাইনে ম্লান। অথচ, সুষনি শাক ছিল না। শাঁখারি ছিল না। রঙীন ফানুস, রাজকন্যা, ময়ূরপঙ্খি নাও-ছিল না। অসম্ভব ছিল অলৌকিক মিউজিক, সাইকেলের প্যাডেল বেয়ে নামা দাবনার দাপট অথবা কামনা।  বেঁচে থাকার সুখ। বীজতলা কিম্বা চাঁদসূর্যের আকাঙ্খা। ছিল না বিষাদজলে জেগে থাকা দোলনচাঁপাটি। অথবা একটি পাঁচকোণা তারা। তার অভ্যন্তরে আকাশপ্রদীপ -গৃহস্থের গোপন বাসনা। ছিল না। আবার ছিলও তো। আর কোনোখানে। অন্য কোথাও।  বিপুল নিয়ে এলেন তাঁর গদ্যে।  বি...