হরপ্পার অজানা শিলালিপি
উপল মুখোপাধ্যায়ের গল্প সমগ্র -প্রথম খণ্ড
চিন্তা গল্প সিরিজ-১৬দাম- ৬০০ টাকা
শ্রী উপল মুখোপাধ্যায়ের ছোটো গল্পের পাঁচটি সংকলন একত্র করে তৈরি হয়েছে এই গল্প সমগ্র-প্রথম খণ্ড। গত বিশ বছর বিভিন্ন লিটল ম্যাগাজিন এবং ওয়েবজিনে ২০০৫ থেকে ২০২২ অবধি প্রকাশিত গল্পগুলি কালানুক্রমিক সজ্জিত (সংকলনের প্রকাশকাল অনুযায়ী), এর ফলে সম্ভবত সময়ের সঙ্গে লেখকের ঝোঁক বদলে যাওয়া ধরা যায় । উপলের গল্পগুলি সেই অর্থে কোনো কাহিনী বয়ে আনে না- প্রতিটি গল্পই এক একটি আইডিয়া। একটি মুহূর্ত। একটি দেখা অথবা শোনা। হয়তো স্বপ্ন।কোনো গল্পে কথকের গুরুত্বও কম। কে কথক, কে কাকে অবলোকন করছে- গুলিয়ে যায়- ফলত সর্বদাই একটি কাউন্টার ন্যারেটিভ তৈরি হয়ে যায় সেই সব গল্পে।
গল্প সমগ্রের প্রথম অংশের গল্পগুলি (হরপ্পার অজানা শিলালিপি সংকলনের) , তাদের নামকরণ আমাকে বহুক্ষেত্রেই রমানাথ রায় স্মরণ করিয়েছে, রমানাথ রায়েরই উল্লেখ করা রেমো কঁনোর এক্সারসাইজ ইন স্টাইলের কথা মনে করিয়েছে যেখানে একটি অকিঞ্চিৎকর ঘটনাকে নিরানব্বই রকম ভাবে লেখা হয়েছিল। তুলনায় 'পক্ষীবিষয়ক' সংকলনের লেখাগুলিতে কাহিনীর আভাস ; 'পড়তে না পারা নাম' এ সে আভাসটুকু অদৃশ্য-ক্ষুদ্রায়তন গল্পগুলি আশ্চর্য তীক্ষ্ণ ও মেধাবী। প্রতিটি গল্পের শেষ লাইন আলাদা আলোচনার দাবি রাখে।
সময়ের সঙ্গে রমানাথ রায়ের ছায়া সরে গিয়েছে গল্পের ওপর থেকে- আবছা আভাস হয়তো শিরোনাম কিম্বা আয়তনে রয়ে গিয়েছিল; সেটুকুও ধীরে ধীরে মিলিয়ে গেল 'কুইলাপাল' সংকলনের গল্পে এসে, যেখানে প্রতিটি গল্পই একসকারশানের, যেখানে স্মৃতি ও তৎসহ সময়ের চলাফেরা গল্পের সর্বাঙ্গ জুড়ে- গল্প ফলত অনিবার্যভাবে বিমূর্ত।
আলাদা করে কোনো গল্প নিয়ে লিখলাম না, উদ্ধৃতিও দিলাম না। প্রতিটি গল্পের অনন্যতা নিয়ে লিখতে হয় সে ক্ষেত্রে। খেরোর খাতার পরিসরে বড় ক্যানভাস আঁটাতে চাই না।
পাঠক জানুন, বাংলা ছোটো গল্পের বিশাল আকাশের এই অঞ্চলের কথা যেখানে উপলের গল্পগুলি তারার ফুলের মতো- আপন বৈশিষ্ট্যে উজ্জ্বল এবং একলা।
Comments
Post a Comment