বিরলপাতার গাছ
বিরলপাতার গাছ মৃণাল শতপথী ৯ঋকাল বুকস দাম ২৫০ টাকা সময়ের সঙ্গে, বয়সের সঙ্গে , বেঁচে থাকার যাবতীয় ঝুটঝামেলা অনুভূতিতে একটা সর ফেলতে থাকে। হাল্কা সর প্রথমে, না সরাতে পারলে, আর একটি সরের তল, তার ওপর আর একটি- সর জমে গাদ হয়ে যায়- সেডিমেন্ট- তখন অলীক এক অস্ত্রের সন্ধান করতে হয় যা একাধারে ধারালো, একটানে চেঁছে ফেলবে অনুভূতির ওপর জমে থাকা আস্তর, আবার একই সঙ্গে আশ্চর্য কোনো সঙ্গীত শোনার পরবর্তী অনুভূতির মতো হবে- শিশুর মতো টলমল পায়ে অনুভূতির এ ঘর সে ঘর যাব- নতুন করে আবিষ্কার করব আমারই অশ্রু, আমারই আনন্দ। গুরুচণ্ডা৯র শারদ সংখ্যায় মৃণাল শতপথীর 'ডলফিন' পড়ে আমি সেই অলীক অস্ত্রের সন্ধান পাই যা বস্তুত মায়া। আলতো নয়, তীব্র আর আচ্ছন্ন কারী সে মায়া থেকে বেরোতে পারি নি বহুদিন। জনে জনে পড়িয়েছিলাম গল্পটি। বইমেলায় মৃণালের গল্প সংকলনটি দেখেই কিনে ফেলি সঙ্গে সঙ্গেই। "But how could you live and have no story to tell? " দস্টয়েভস্কির উদ্ধৃতির পরে সূচিপত্র আসে। ১৩টি গল্প। অলংকরণ রয়েছে বই জুড়ে। আমি অক্ষরেই মনোযোগ দিয়েছিলাম। অন্য দিকে চোখ, মন ফেরাই নি। ডলফিন এ যে অস্ত্রটির সন্ধান পাই, প্রথম গল্পে