অল অণুগল্পস
অণুগল্প ১ -‘ এই লীলা , কাল ফোন করলি না তো ! রাতের দিকে একটা এস এম এস করলাম তোকে । পেন্ডিং দেখালো । মোবাইল অফ করে রেখেছিলি না কি ?’ -‘ হুঁ । শুয়ে পড়েছিলাম আধখানা ভ্যালিয়াম খেয়ে ।‘ -‘ মাথা ধরেছিল ?’ -‘ সে তো আছেই । নিত্য সঙ্গী । আসলে কাল ও এমন অসভ্যতা করছিল - অসভ্যতাই আর কি বলব -‘ -‘ কেন কি হয়েছে ?’ -‘ কিছুই না । কোনো ইস্যুই নয় । কোথায় কোন লকে চাবি লাগছে না , কোথায় কোন ক্যাবিনেটের হ্যান্ডেল খসে পড়ে গেছে , আমি তুলে রাখি নি তাই হারিয়ে গেছে - এই সব ফালতু ব্যাপার নিয়ে এমন বিশ্রী ভাবে বলল যে তুই ভাবতে পারবি না ।‘ - ‘ সে তো আমাকেও , রোজই কিছু না কিছু , আর সবই নন ইস্যু । ইচ্ছে করে সংসারের মুখে ইয়ে দিয়ে চলে যাই । এই লোক গুলো যে কি । পুরুষ বিশেষ করে বাঙালী পুরুষ মানেই এই । সব বাড়িতেই তো এক প্রবলেম শুনি । সত্যি দেখবি একদিন চলে যাব সব ছেড়ে ।‘ -‘ কাল বলে কি না - কি কর সারাদিন বাড়িতে , কিছু খেয়াল রাখতে পারো না ? আঙুল নাচিয়ে নাচিয়ে বলল । আঙুল তুলল