নাইদার নাইট নর ডে
লীভস্ একশ তিরিশ কোটি আলোকবর্ষ দূরের দুই ব্ল্যাকহোলের সংঘর্ষ যখন মহাশূণ্যে তরঙ্গ তৈরি করছিল , সেই সকালে , রাজীব আর মায়ার বাড়ির পিছনের সুইমিং পুলের ওপর একটি ফড়িং উড়ছিল । সকালগুলো এরকমই সচরাচর - জলের ওপর ফড়িং , পাখি , প্রজাপতি , রাজীব ব্যস্ত কফি , ল্যাপটপ আর অফিস বেরোনোর প্রস্তুতিতে , মায়া কখনও বাগানে জল দিচ্ছে , পুলের পাম্প অন করছে , জলে পড়ে থাকা ঝরা পাতা , ছোটো ডাল পরিষ্কার করছে । বস্তুতঃ এই বাড়ি , এই বাগান , এই পুল মায়ার জীবনে অনেকখানি । আর ফেসবুক । এই জগতের বাইরে অন্য কোনো কিছু - সে মাধ্যাকর্ষণের তরঙ্গই হোক কি সিয়াচেনের তুষারধস - এমন কিছু যাকে ব্যাকগ্রাউন্ডে রেখে সেল্ফি তুলে সে ফেসবুকে শেয়ার করতে পারবে না - মায়াকে সম্ভবতঃ স্পর্শ করত না । মায়ার জলপ্রীতি ছিল সর্বজনবিদিত , অথচ সে সাঁতার জানত না । সেই নিয়ে , মায়ার বিয়ের আগে আত্মীয় বন্ধুমহলে হাসিঠাট্টা লেগে থাকত । রাজীব তাতে যোগ দেয় বিয়ের পরেই যখন হনিমুনে গিয়ে , চেক ইন করার তিনঘন্টার মধ্যে হোটেলের জলের ট্যাংক